পাতা:চারুনীতি-পাঠ.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ソッ চাৰুনীতি পীঠ। নিকটে, তাহাঁদের মধ্যে কেহ কেহু গৃহে ফিরিয়া না আসিয়। পরস্পরে কথোপকথন কিম্বা খেলা করিবার জন্য মিলিত হইল। অপর যাহার দূর হইতে পড়িতে আসিত, তাহার শীঘ্র পরিবার বর্গের সহিত মিলিত হইবার জন্য দ্রুতপদে গৃহাভিমুখে ধাবিত হইল। শেষোক্ত সন্তানগণের মধ্যে একটী বালক ও আর একটী বালিকার বাড়ী অপেক্ষাকৃত অনেক দূরে । তাহাদিগকে পৰ্ব্বতের উপর দিয়া অনেক পথ হাটিয়া আসিতে হইত ; কিন্তু তাহারা অতি দুৰ্দ্দিন ব্যতীত অন্য কোন দিবস বিদ্যালয়ে অনুপস্থিত থাকিত না । তাহার। ] দুই ভাই ভগিনী। নলিন সৎ ও সতর্ক বালক বলিয় তাহার হস্তে ক্ষুদ্র ভগিনী কুন্দকে সমর্পণ করিয়া মাতা নিশ্চিত্ত হইতেন। যদি কোন দিন পথিমধ্যে বৃষ্টি হইত, তাহtহইলে নলিন আপনার জামার দ্বারা কুন্দকে চাকিয়া লইত। পথের যে স্থানে পাথর লাগিয়া পা দুটতে আঘাত লাগিতে পারে, সেই স্থানে মলিন প্রিয় ভগিনীর হাত দুটা ধরিয়া তুলিয়া লইয়া যাইত। বিদ্যালয়ে যাইযার পথে তাহীদের একটি ছোট খাল পার হইয়। যাইতে হইত। নলিন কুন্দকে পিঠে করিয়া সেই খাল পার করির দিত। এদিকে কুন্দও নলিনকে প্রাণের সহিত ভালবাসিত । ভাই ভগিনীকে পাঠের সময় ভিন্ন প্রায় কখনও সঙ্গ ছাড়া হইতে হইত না, তাহার কারণ কুন্দ বালিকাদিগের সহিত স্বতন্ত্র বিদ্যালয়ে পড়িত ৷ ছুটী হইলে ঐ ক্ষুদ্র বালিকা লাফাইতে লাফাইতে, হাসিতে হাসিতে, দুজনে এক সঙ্গে ৰাড়ী যাইবে বলিয়। নলিনের নিকট আসিত । কিন্তু আজ বৈকালে নলিন দেখিয়া কিছু আশ্চৰ্য্য হইল যে কুদের আর