চাৰুনীতি পাঠ । بين " স্বীয় স্বীয় কৰ্ত্তব্যসাধনে নিযুক্ত থাকেন, কেহ কাহারও কাৰ্য্যের বিঘ্ন উৎপাদন করেন না । জীবশরীরে যেরূপ ক্ষুদ্র হইতে বৃহৎ বৃহৎ অঙ্গ—সকলেই জীবন রক্ষার উপায় স্বরূপ হইয়। কাৰ্য্য করে, সেইরূপ সমাজশরীরের অঙ্গসদৃশ প্রত্যেক নরনারী সমাজ দেহকে সুস্থ ও সবল রাখেন । পরিশেষে ধন্য সেই সাম্রাজ্য যেখানে রাজসিংহাসন ধৰ্ম্মের উপর প্রতিষ্ঠিত, যেখানে ক্ষমতা যথাযোগ্যরূপে পরিচালিত হয়। এইরূপ হইলে সমগ্র দেশট এক প্রকাণ্ড সুচারু যন্ত্রের ন্যায় নিয়ত সুশৃঙ্খলে চালিত হইতে থাকে। -020 রিপু দমনের উপায়। ১ । পরমেশ্বরের প্রতি ঐকান্তিক অনুরাগ স্থাপন করিবার চেষ্টা । “প্রেমময় ঈশ্বরকে দৃঢ়প্রেমে আবদ্ধকর, রিপুর যন্ত্রণ হইতে নিস্কৃতি পাইবে।” ২। মৃত্যু ও পার্থিব বস্তুর পরিবর্তনশীলতা চিন্তা করা। ৩ । ধৰ্ম্মজীবন যাপনের বিমল স্বৰ্গীয় আনন্দ স্মরণ করা । - ৪ । অসাধুভাব, অসাধুগ্রস্থ ও অসৎসংসর্গ সৰ্ব্বতোভাবে পরিবর্জন করা। যাহাতে বিলাস বৃদ্ধি করে, সে সকল বিষয় হইতে দূরে থাকা । অসাধুভাব উদয় মাত্র তাহাকে দূর করিবার জন্য কাতর হৃদয়ে ঈশ্বর সমীপে প্রার্থনা আর কুচিস্তার উদয় হইলে ক্ষণকাল মাত্র পোষণ না করিয়া প্রাণগত চেষ্টা দ্বারা তাহা হইতে উদ্ধার পাইবার চেষ্ট।
পাতা:চারুনীতি-পাঠ.djvu/৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।