চাৰুনীতি পাঠ । V93) ৫ । কুচিন্তার উদয়মাত্র কোন শ্রদ্ধেয় বন্ধুর নিকট দৌড়িয়া পলায়ন করা । ৬ । পিতা মাতা ও শ্রদ্ধের ব্যক্তিবর্গের নিকট অধিক ক্ষণ থাকা । সরল শিশুর সহিত সময়ে সময়ে ক্রীড়া করা । ৭ । প্রকৃতির শোভা দেখিবার জন্য সময়ে সময়ে পুষ্পেীদ্যান নদীর তীর প্রভৃতি স্থানে ভ্রমণ করা । ৮ । সৰ্ব্বদা কার্য্যে নিযুক্ত থাকা । ৯ । কোন একজন ধৰ্ম্ম প্রচারক বলিয়াছেন, “স্ত্রীজাতির মুখ শ্ৰী দর্শন কর। পুরুষের একটী উচ্চ অধিকার । পদ দর্শন করিবে, তাহা হইলে বিনয় শিক্ষণ হইবে । জিতরিপু হইলে নারীগণের মুখ দেখিবে, তখন জগন্মাতার আভাস অন্তরে প্রাপ্ত হইবে।” মহাত্মা ঈশা বলেন যে কোন স্ত্রীলোকের প্রতি কুদৃষ্টি করিলেই অন্তরে তাহার সহিত ব্যভিচার করা হইল, অতএব পবিত্রভাবে স্ত্রীজাতির প্রতি দৃষ্টি করিতে হইবে । “মাতৃবং পর দারেসু”—ইহা একটা অমূল্য নীতি । ది లీ : 6 সাধু যাহার সঙ্কল্প, ঈশ্বর তাহার সহায়। এক বিদ্যার্থী দরিদ্র যুবক কোনও অবৈতনিক বিদ্যালয়ে যাইবার জন্য অনেক দূর পদব্রজে গমন করেন। নির্দিষ্ট স্থানে পরিশ্রান্ত হইয়া উপস্থিত হইলে তিনি তাপনার দীনতা জানাইয়। উক্ত বিদ্যালয়ে প্রবেশাধিকার লাভ করিবার জন্য প্রার্থন করেন । দুর্ভাগ্যক্রমে তৎকালে ছাত্র সংখ্যা পূর্ণ থাকাতে তাহার
পাতা:চারুনীতি-পাঠ.djvu/৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।