oزه যে এই প্রকার গ্রন্থের অভাব ও বড় অল্প নহে। এই অভাব দূরীকরণার্থে কোন কোন সদ্বিদ্বান মহাত্মা চেষ্টা করিতেছেন, ইহা অপেক্ষা আহিলাদের বিষয় কি হইতে পারে ? কিন্তু এই অভাবের আধিক্য হেতু আমার ন্যায় ক্ষুদ্রণীরও কিছু করিবার আছে হৃদয়ঙ্গম কবিয়া, নীতিশিক্ষারূপ সুমহৎ কার্য্যে কথঞ্চিং সাহায্য করিবার মানসে, আমি এই ক্ষুদ্র গ্রন্থ প্রণয়নে সাহসী হুইলাম । ইহা যে কেবলই বিদ্যালয়ের . পাঠ্য গ্ৰন্থরূপে ব্যবহৃত হইবে বলিয়া লিখিত হইয়াছে এরূপ মহে, কিন্তু প্রত্যেক গুহের বালক বালিকার করকমলে ইহার এক এক থও শোভা পায়, ইহাও গ্রন্থকারের একান্ত বাঞ্ছনীয় । উপসংহারে ইহাও ব্যক্তব্য যে এই গ্রন্থের অধিকাংশ প্রবন্ধ ধৰ্ম্মবন্ধু, সখা, সময় ও বামাবোধিনী পত্রিকায় প্রকাশিত হয় । সেই সকল প্রবন্ধ ও তাহার সহিত দুই একটা নূতন প্রবন্ধ ংযোজন করিয়া পুস্তকাকারে সাধারণের গোচর করিতে সাহসী হইলাম। এস্থলে ইহাও উল্লেখ করা আবশ্যক যে এই গ্রন্থের শেষ ভাগে যে কয়েকট প্রবন্ধ দেওয়া হইয়াছে তাহার ভাষা পূৰ্ব্বভাগের গল্প মূলক নৈতিক উপদেশ অপেক্ষা অনেক কঠিন, কারণ ইহা শুদ্ধ বিদ্যালরের নিম্ন বা মধ্য শ্রেণীস্থ বালক বালিকাগণের পাঠ্য গ্ৰন্থরূপে ব্যবহৃত হইবে বলিয়া লিথিত হয় নাই ; কিন্তু ইহা উচ্চ.শ্রেণীস্থ বালক বালিকা ও সাধারণের পাঠ্য গ্রন্থের মধ্যে একটু স্থান লাভ করিতে পায় ইহাও লেখকের আন্তরিক বাসনা । পরিশেষে বিশেষ কৃতজ্ঞতার সহিত স্বীকার করিতেছি
পাতা:চারুনীতি-পাঠ.djvu/৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।