এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
-ुइ কেবল, যখন বাতাস বিরঝির করিয়া গাছের পাতা নাড়াইয়া দিয়া যায়, ভোরের পাখীর মধুর স্বরের সঙ্গে ছোট নদী কুলু কুলু গান গাইয়া উঠে, পাতার ফঁাকে ফঁাকে ঝিকি মিকি রোদ আসিয়া ছোট উঠানটিতে পড়ে, তখন দূরে মাঠের দিকে চাহিয়া পরাণের মন আনন্দে ভরিয়া যায়। পরাণ ডাকে— —“হারু ” তা’র একটি মাত্র ছেলে ‘হারু’ আর কেহ নাই । পরাণ যায় হালে ; সাথে হারু রাখে গাই ।