পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ) و ( নদীর উপর দিয়া “কক্ কক্” করিয়া বকের ঝাক উড়িয়া যাইতেছিল। হারু জিজ্ঞাসা করিল,—“বাবা, এত বক কেন ? বকের কোথায় যায় ?” নদী দিয়া বড় বড় নৌকা যায়, হারু জিজ্ঞাসা করে,—“বাবা, নৌকায় কি নিয়া যায় ?” হারু বাপের সঙ্গে মাঠে যায়, সারা পথ হারু বাপের কাছে কত কথা জিজ্ঞাসা করে । গ্রামের কত ছেলে পাঠশালায় পড়ে ; পরাণ এক-এক সময় মনে করে, হারুকে পড়িতে দেই। কিন্তু পাঠশালার মাহিয়ানার যোগাড় করিতে না পারিলে তো হারুকে পড়াইতে পারিবে না ; নিজের অল্প একটু জমী, তাহাতে কুলায় না, পরাণ পাড়া-পড়শীর জমী চষে, ধানের ভাগ পায় কি কলাইয়ের ভাগ পায়, তাহাই দিয়া কোন রকমে তাহার দিন চলে ; কি করিয়৷ হারুকে পড়িতে দিবে ? পরাণ, মনের কথা, মনের কষ্ট মনেই চাপিয়া রাখে । আহা, দুঃখীর মনের কথা বুঝি মনেই ফুরায় । শেষে সে অনেক দিন ভাবিল। ভাবিয়া ঠিক করিল, “আমার তো কিছু নাই, হারুকে যদি পড়াই, বড় হইলে লিখিয়া পড়িয়া হারু সুখে থাকিবে । আমার —ছেলেদের উপস্কাস—