এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
-दक्वि তাহারই মত ছোট ছোট । সকলেই লিখিতেছে। হারুর যেন, মন নাচিতে লাগিল । পরাণ, হারুকে পাঠশালায় লিখিতে দিল । পাঠশালার বারান্দায় বসিয়া, পরাণ, দেখিতেছিল। পরাণ যখন দেখিল, হারু লিখিতেছে, তখন পরাণের, আহা, সকল দুঃখ দূর হইয়া গেল ; পরাণ, কত মুখে, কত কথাই ভাবিতে লাগিল । আর হারু ? হারু যখন সকল ছেলের সঙ্গে বসিয়া লিখিতে পাইল, তখন হারুর ছোট বুকটুকুর মধ্যে কি আনন্দ খেলিতে লাগিল । সেদিন বাড়ীতে গিয়া হারুর মনে মুখ ধরে না । কা’ল আবার কতক্ষণে পাঠশালায় যাইবে, সকল ছেলের সাথে সেও লিখিতে পারিবে,— কি মজা । রাত্রে হারুর ভাল করিয়া ঘুম আসে না, কা’ল পাঠশালায় গিয়া নিজে নিজে অাখরগুলি যদি লিখিতে পারে— —তবে কি মজা । বাবাকে আনিয়া সেগুলি দেখাইবে,— কি মজা । আহ, এত দিন কেন লিখিতে পাই নাই । —ছেলেম্বের উপস্তাস— ›ፃ