এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
دسم5f we st হারু গরীবের ছেলে, এক কোণে একটা ছোড়া চটে বসিয়া লেখে। যেমন দুষ্ট তেমনি চঞ্চল ; কিন্তু, ঐ বই দোয়াত কলমগুলির মধ্যে তাহার যত মন । দেখিতে দেখিতে পড়াটুকু শিখিয়া ফেলে । হারুর হাতের লেখা দিন দিন কেমন সুন্দর হইতেছে ! পড়া দিতে গিয়া হারু একদিনও ঠেকে না, একটিরও উত্তর দিতে ভূল করে না, শ্রেণীতে হারু সকলের উপরে থাকে । লিখিয়া পড়িয়া কালি-বুলি মাখা হারু বাড়ী যায়। হারু যায় পাঠশালায় লেখে পড়ে খেলে, দরিদ্রের ছেলে হারু, খায় চাট্টি পাস্তা ভাত বাড়ী ফিরে’ এলে । এইরূপে দিন যায়। চারুর,—ক্রমে এখন আজ এ অসুখ, কা’ল সে অমুখ, আজু বাড়ীতে এটা ছিল, কাল বাড়ীতে ওটা ছিল, আজ গান, আজ পুতুল নাচ, আজ পুজা, আজ নিমন্ত্রণ। এই সব বলিয়া বলিয়া চারু পাঠশালা কামাই করে। যে =ছেলেদের উপস্কাস-= . SS