এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( > ) জলমে,—ছেলেদের মধ্যে আর পাঠশালায় হারুর খুব প্রশংসা হইল। হারুর কথাগুলি কি মিষ্ট । হারুর মুখে চক্ষে হাসি যেন ফুটিয়া রহিয়াছে। পণ্ডিত মহাশয়রা সকলেই হারুকে বড়ই ভালবাসেন । পাঠশালায় ছেলেরাও হারুকে খুব ভালবাসে । হারুর পড়া বড়ই সুন্দর । দাড়াইয়া শুনিতে ইচ্ছা হয়। হারুর হাতের লেখার মতন লেখা অার হারুর পড়ার মতন পড়া পাঠশালার অনেক ছেলে শিখিতে পাগল। হারুর হাতের লেখা দেখিয়া উপরের শ্রেণীর ছেলেরা পৰ্য্যন্ত অবাক হইয়া যায়। ছোট ছোট ছেলেরা, বড় বড় ছেলেরা সকলে আসিয়া হারুকে ঘিরিয়া ধরে,—“হারু, বল তো ভাই তুই কেমন করিয়া এমন ভাল লিখিতে শিখিলি ? কেমন করিয়া এমন ভাল পড়া শিখিস, ভাই, বল ।” 喙 শুনিয়া হারুর বড় লজ্জা করে। ছেলেরা ছাড়ে না ; শেষে হারুর বলে,—“দ্যাখ, ভাই, পণ্ডিত মহাশয় ૨8 —ছেলেদের উপস্তাস=