এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
—হাক্ল— যেমন বলেন, বাবা যেমন বলেন, আমি তেমনি লিখি, পড়ি ।” সকল ছেলে ধরিয়া বসে,—“হারু, ভাই, এইখানটা একটু পড় না ভাই ।” হারু লজ্জায় লজ্জায় একটু পড়ে। তাহার পড়া শুনিয়া সকলে খুসী। কেবল, সেই যে দুষ্টছেলে কয়েকটা,—পঞ্চু, মতি, হরিশ, নিবারণ, ভূতে,–চারুর সঙ্গে থাকে, তাহারা হারুকে দুই চক্ষে দেখিতে পারে না । হারু তাহাদের কি করিয়াছে ? কিছুই না। তা হারু ওসব কিছু মনেই করে না । সকলে এক সঙ্গে পড়ে, সকলেই ভাই ভাই। হারু সকলের সঙ্গে মিলিয়া মিশিয়া, লেখে, পড়ে, খেলে । পরবছরের শ্রেণীর পরীক্ষায় হারুই সকলের প্রথম হইল । দিনে দিনে হারু, পাঠশালায় সোণার ছেলে হইয়া प्लेठेिठल । ছলেদের উপস্তাস– 는C: