পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-एङ्ग নদীর বঁাকে বঁাকে কতগুলি নৌকা চলিয়া গেল । হারু ভাবিতেছিল, তাহাদের এই নদী দিয়া রোজ এমনি, কি সুন্দর, কেবলি ঐ কত নৌকা যায় ! ঐ দূরে দূরে কত কত নৌকা ! কোথায় যায় ? না-জানি কত দেশে যায় । কত কি বোঝাই নিয়া নিয়া কত দেশ হইতে আসিয়া, আবার বুঝি সেই কত দেশেই যাইতেছে ! নৌকার লোকের ব্যবসায় বাণিজ্য করে ; না ? নৌকায় করিয়া কি বোঝাই নেয় ? ধান, চা’ল, কলাই, এসব নেয় ; না-জানি আরও কত কি নেয় । আচ্ছা, এই যে মাঠ, ধানের ক্ষেতে তো কত ধান হয়, এই সব ক্ষেতের ধানও বুঝি ওই সব নৌকায় যায়, না ? আবার অন্ত দেশের ক্ষেতের ধানও তো এই দেশে আসে, আর, আর আর দেশেও যায় ? না ? আচ্ছা—* হারু ভাবিতে ভাবিতে আশ্চৰ্য্য হইয়া গেল । —তাই তো ! তবে তো এই রকমে না-জানি কোন দেশ হইতে ধান কলাই কোন দেশে যায়, কত দেশের ধান কলাই কত দেশে আসে । —বাঃ ! কি সুন্দর । —ছেলেদের উপস্তাস- ילס י