পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—চার ও হাক্ল— পষ্ণু, নিবারণ বলিল,—“জানিস খোকন বাবুর সঙ্গে বড় বড় বড় কথা বলিস না ।” সকল দুষ্টছেলে “মিথ্যাবাদী হনুমান ।” “মিথ্যাবাদী হনুমাল ৷” বলিয়া হারুর পিছনে হাততালি দিতে দিতে চলিল। হারু দাড়াইল। বলিল,—“দেখ, মিথ্যাবাদী মিথ্যাবাদী বলিও না।” চারু ছুটিয়া আসিল—“কি করিবি তুই ? জানিস্ আমার বাপের ভিটায় থাকিস্, আমার বাবার পাঠশালায় পড়িস্ ! এখনি তোকে দেখাইতে পারি। পঞ্চু, নিবারণ, হরিশ, ধর না বাদরকে ” আজ খুব যো পাইয়াছে। নিবারণের সকলে মিলিয়া হারুকে ধরিতে ছুটিল । g হারু, চাদর গুটাইয়া দাড়াইল। বলিল,— *ধরিবে ? এস না, কে ধরিবে এস।” চারু আর দুষ্ট ছেলেগুলা হারুর মূৰ্ত্তি দেখিয়া পিছাইয়া গেল — —চারু বলিল,—“কি ॥—” বলিয়াই, বড় এক ঢ়িল কুড়াইয়'নিয়া জোরে হারুর মাথায় ছুড়িয়া মারিল। হারু অমনি সিংহের মত লাফাইয়া চারুকে ধরিতে গেল। =ছেলেদের উপন্যাস VII