এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ছি, ছি, কি নিষ্ঠুর । কি নিষ্ঠুর । অন্ধ খোড়া ভিক্ষুকেরা বাগানের পাশের রাস্তা দিয়া যায়, উহারা গিয়া তাহাদিগকে ভেঙ্গ চায়, ঢিল ছোড়ে, ধূল কাদ দেয় ; তাহাদের ভিক্ষার ঝুলি, হাতের লাঠি, কাড়িয়া নিয়া পুকুরের জলে ফেলিয়া দেয় ॥ আহ । নিরুপায় অন্ধ খোড়ার পথের ধুলায় পড়িয়া কাদিতে থাকে । এই সব করিয়া চারু ঘামিয়া চুমিয়া বাড়ী যায়। বাড়ীতে গিয়া যত সব মিথ্যা কথা বলে ; আর, মাসী, পিসী, দিদি, দিদিমার কাছে দৌরাত্ম্য—“আমার ক্ষুধা পাইয়াছে।” আহ, খোকনের ক্ষুধা পাইয়াছে,—অমনি চারিদিক হইতে— “ষাঠ” “ষাঠ” “ষাঠ” “ষাঠ” “ਥ`` --ছেলেদের উপস্কাস- 83