এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
-शॆक्र ( & ) হীরুদের বাড়ীতে, ঐ যে শালিকের ছানাটি লাউয়ের মাচার উপর নাচিতেছে, ওটি—হারুর বন্ধু । হারুদের বাড়ীটি এখন কেমন সুন্দর হইয়াছে। হারু যে বাড়ীতে ছোট ছোট গাছ লাগাইয়াছিল, তাহাতে হারুদের কুঁড়ের কাছে ছোট একটু বাগানের মত হইয়াছে। আর, তাহার পর হারু, কি করিয়াছে, জান ? হারুদের কুঁড়ের পাশে বেগুন ক্ষেত ; হারু তাহার ধারে ধারে আরও কত গাছ আনিয়া লাগাইয়াছে। হারু ছোট একটু মরিচের ক্ষেত করিয়াছে, একটু আদার ক্ষেত করিয়াছে। হারুর বাপ লাউগাছটিতে ভাল করিয়া মাচা দিয়া দিয়াছে। হারু সিমের গাছ লাগাইয়াছিল, তাহাতে এখন খুব সিম হইয়াছে। পাঠশালা হইতে আসিয়া Ge —ছেলেদের উপস্তাস—