এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
—হার-– ( ම ) শরীক্ষা হইয়া গিয়াছে, পড়াশুনা এখন আর বেসি কিছু নাই ; বামণ পিসীর ওখানে গিয়া হারু এখন রোজ রামায়ণ পড়িয়া শুনায় ; রহিমের ওখানে .গিয়া অবিনাশের ওখানে গিয়া, তাহাদের বাগান দুইটি সুন্দর করিয়া সাজাইয়া দিয়া আসে। বাড়ীতে কাজকৰ্ম্ম যেগুলি আছে, সেগুলি করে। হারুর , কাছে, সব বিষয়, সব কাজ, সকলই যেন এখন বেশ ভাল লাগে । কত কথা হারুর মনে উঠে । খেলার কথা, পড়ার কথা, পরীক্ষার কথা, বাড়ীখানির কথা, বাবার কথা, কত কথা। আর কি একটি কথা হারুর মনে হয় ? হারুর মনখানি ভরিয়া মনে হয়— ভগবানের দয়ার কথা । ভগবানের দয়ায়ই তো হারুর বাপ হারুকে পড়াইতে পারিয়াছেন, তাহারই দয়ায়ই তো হারু আজ পরীক্ষা দিতে পারিয়াছে। ভগবানের দয়ার কথা ভাবিতে ভাবিতে হারুর দুই চক্ষু ভরিয়া জল আসে, দুই চক্ষু বাহিয়া জল গলিয়া পড়ে । —ছেলেদের উপস্কাস— やりQ