এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( 8 ) পরীক্ষার পর কতক দিন চলিয়া গিয়াছে। জ্ঞাক দিন পাঠশালায় যাইবার পথগুলি পরিষ্কার দেখাইতেছে, পাঠশালা-ঘরের পুরাণ বেড়াগুলি সব নূতন হইয়াছে ; কলাগাছের উপর নানা রঙের কাগজ, বড় বড় কাগজের ফুল, আর ঝালর দিয়া সাজান সুন্দর এক ফটক উঠিয়াছে, তাহাতে কত নিশান উঠিতেছে, কত কি লেপা রহিয়াছে, তাহার মধ্যে কত বড় বড় করিয়া লেখা— স্বাগত এটি হারুর হাতের লেখা। পাঠশালা-ঘরের পুরাণ খুটিগুলি নারিকেলের পাতায় আর দেবদারুর পাতায় সাজিয়াছে, দরজায় দরজায় —ছেলেদের উপস্তাস— سbو�