এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
سtur e (turقاس-- দূর হইতে ঐ যে ফটক দেখা যায়। আজ তাহাদের পাঠশালা কি সুন্দর দেখা যায়। ফটকের লেখাটি কত দূর হইতে দেখা যাইতেছিল ; দূর হইতে ছোট দেখাইতেছিল, হারু যতই কাছে আসিতেছিল, লেখাটি ততই যেন বড় দেখাইতে লাগিল । পাঠশালায় গিয়া হারু, যেখানে রহিমেরা বসিয়া ছিল, সেইখানে গিয়া এক পাশে বসিল । পষ্ণু নিবারণের ইহার নূতন জামার পকেটে ধূলা ৷ পুরিয়া দিতেছিল, উহার চাদরের কোণ টুলের পায়ায় বাধিয়া দিতেছিল, কাগজের ফুল ছিড়িয়া নিয়া কপালে লাগাইয়া বলিতেছিল,—“দ্যাখ, কেমন রাজটক পরিয়াছি।” খোকন চারু টেবিলের উপরের ফুলের তোড়াগুলিকে একবার নিয়া এদিকে রাখিতেছিল, একবার নিয়া ওদিকে রাখিতেছিল, ফুল ছিড়িয়া নিয়া শুকিতেছিল, আর বুক ফুলাইয়া মস্ মস করিয়া গিয়া জ্যাঠা ছেলের মত পণ্ডিত মহাশয়কে জিজ্ঞাসা ԳՀ —ছেলেদের উপস্তাস—