এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
صدمtaعة 8 firتجسس. সকলের চক্ষু হারুর দিকে পড়িল। রহিম, নরু, সকলের মন যেন আহলাদে ভরিয়া গেল । হারু, মনে মনে ভগবানকে প্রণাম করিয়া, আস্তে আস্তে টেবিলের কাছে আসিল । মাথা নোয়াইয়া ইনস্পেক্টার মহাশয়কে নমস্কার করিয়া, দাড়াইল । আহা হারুর মনে হইতে লাগিল,—“কতক্ষণে গিয়া বাবাকে এই সংবাদ দিব।” হারু মনের মধ্যে তাহার বাবার স্নেহ-ভরা মুখখানি দেখিতে ছিল । ঝকঝকে বড় বড় বইগুলি হারুর হাতে তুলিয়া দিয়া ইনস্পেক্টার মহাশয় বলিলেন,—“সকল ছেলে দেখ, তোমাদের সমপাঠী, পরীক্ষায় প্রথম হইয়া, প্রথম বৃত্তি আর প্রথম পুরস্কার পাইল।” তাহার পর ছোট লাল বাক্সটি খুলিয়া, ইন্স্পেক্টার মহাশয়, ঠিক একটা মোহরের মত ঝকঝকে ও কি বাহির করিলেন ? ছেলেরা দেখিল, লাল ফিতায় বাধা মস্ত একটা মোহর । —ছেলেদের উপস্কাস— ዓ¢