এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( २ ) বদপনাথপুর,— হঃখী পরাণ ; জমী জমা নাহিক প্রচুর । শুধু তাহার ছোট একখানি ক্ষেত । ছোট ছোট ঢেউ তুলিয়। আকা বাকা নদী চলিয়াছে, সেই নদীর পাড়ে, খেজুর বন, বেত বন, বঁাশ বনের পাশ দিয়া ছোট পথ, সেই পথের কাছে, গাছের ছায়ায় ছোট একখানি বাড়ী —ভাঙ্গা কুঁড়ে ; চালে খড় নাই, ভাল বেড়া নাই, হু হু বাতাস লাগে ; কোন রকমে বাধন ছাদন দিয়া, পরাণ, থাকে। o পাড়া-পড়শীও বড় কেহ নাই । যাহারা আছে সকলেরই বাড়ী গাছ-পালার আড়ালে একটু দূরে দূরে । এক একখানি বাড়ীতে থাকে ; নিজের ঐ জমাটুকু, দুইটি বলদ আর একটি গাই, এই শুধু তাহার সম্বল। মাথার ঘাম পায়ে ফেলিয়া অষ্ট প্রহর খাটিয়া দু’বেলার চারিটি অন্ন তাহার যুটে । —ছেলেদের উপন্যাস