এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
--চার ও হার সেই মোহরটি হারুর গলায় পরাইয়া দিয়া ইনস্পেক্টার মহাশয় বলিলেন,—“আর কি পাইয়াছে, জান ? এবার গবর্ণমেণ্ট প্রত্যেক বিভাগীয় পরীক্ষায় প্রথম ছেলের জন্য এক-একটি সেনাঙ্গার পদক পুরস্কার দিয়াছেন ; এই দেখ, তোমাদের পাঠশালার মাণিক, এই সোণার ছেলে, বিভাগে সৰ্ব্বপ্রথম হইয়া সেই সোণার পদক পুরস্কার পাইয়াছে।” সোণার পদক হারুর গলায় ঝলমল করিতে লাগিল । চারিদিকে জয়ধ্বনি উঠিল। হারুর কপাল বিন্দু বিন্দু ঘামে ভরিয়া গেল। হারুর মুখ খানি রাঙা হইয়া উঠিল। সেই সভার মধ্যে হারুকে তখন হীর-জরীর পোষাক পর শত রাজপুজোৱ অপেক্ষাও সুন্দর দেখাইতেছিল। ԳՑ —ছেলেদের উপন্যাস—