পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-চারু ও হারু-

 পণ্ডিত মহাশয়েরা ব্যস্ত, ছেলেদের মধ্যে হৈ হৈ। পাঠশালার সকল ছেলেকে পরিষ্কার কাপড় চোপড় পরিয়া বেশ্‌ ভদ্রভাবে পাঠশালায় অসিতে হইবে, পণ্ডিত মহাশয়রা এই কথা বলিয়া দিয়াছেন। যত ছেলেরা বাপ মার কাছে নূতন কাপড়, নূতন পোষাক চাহিয়া লইতেছে।

 খোকন্‌ বাবু বড়ই মুস্কিলে পড়িল। কোন্ পোষাক পরিয়া যাইবে?

 এ পোষাকটা ভাল নয়। ও পোষাকটা আবার পোষাক! ওটা; ওটা ক’দিন আগে দু’তিন দিন পরিয়াছে। এটার গলার কাছে ফুল নাই। ঐটা; ওটাও তো এক দিন পরিয়া গিয়াছিল; সকলে দেখিয়াছে।


 নূতন বাক্সের সকল পোষাক বাহির হইল। বাছিয়া, বাছিয়া, এক পোষাক- খুব নূতন, চারু সেই পোষাক পরিয়া যাইবে।

   খাইয়া দাইয়া, খোকন্‌,
    সাজ গোজ করিল।

-ছেলেদের উপন্যাস-
৬৯