পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-চারু ও হারু-

 “কি সিঁথিই করিয়া দিয়াছে, সোজা!”-

—আয়নায় দেখিয়া খোকন্‌ সিঁথি ভাঙ্গিয়া ফেলিল।

 “পোষাক এখানে উচু হইয়া রহিয়াছে, ওখানটায় ফুলিয়া রহিয়াছে। জুতা মস্ মস্‌ করে না”— পা ঝাঁকি দিয়া চারু জুতা ছুড়িয়া ফেলিয়া দিল।

 তাড়াতাড়ি চাকরেরা পোষাক ঠিক করিয়া দিল, বাঁকা সিঁথি কাটিয়া দিল, আর এক জোড়া ভাল জুতা আনিয়া দিল; সে জোড়া পায়ে দিয়া হাঁটিতেই মস্ মস্ মস্ মস্ শব্দ করিতে লাগিল।—

  “দ্যাখ্‌ তো, এখন কেমন!”

বাঃ!

 আর কি? তখন জুতা মস্‌ মস্‌ করিতে করিতে খোকন্ বাবু সকাল সকাল পাঠশালায় গেল। আজ সকল মধ্যে খোকন্‌-বাবুর সাজ,—ইস্,—চক্ মক্‌ ঝক্‌ ঝক্ করিতেছে! খোকন্‌ বাবু পঞ্চুদের সঙ্গে মিলিয়া স্ফুর্ত্তি করিয়া বেড়াইতে লাগিল।


 হারুর জামা নাই। হারু বলিল,—“বাবা, জামাদিয়া কি হইবে; আমার চাদর আছে, চাদর ভাল

৭০
-ছেলেদের উপন্যাস-