এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-চারু ও হারু-
পঞ্চু নিবারণেরা ইহার নূতন জামার পকেটে ধূলা পূরিয়া দিতেছিল, উহার চাদরের কোণ টুলের পায়ায় বাঁধিয়া দিতেছিল, কাগজের ফুল ছিঁড়িয়া নিয়া কপালে লাগাইয়া বলিতেছিল,—“দ্যাখ, কেমন রাজটীকা পরিয়াছি!”
খোকন্ চারু টেবিলের উপরের ফুলের তোড়াগুলিকে একবার নিয়া এদিকে রাখিতেছিল, একবার নিয়া ওদিকে রাখিতেছিল, রাখিতেছিল, ফুল ছিঁড়িয়া নিয়া শুঁকিতেছিল, আর বুক ফুলাইয়া মস্ মস্ করিয়া গিয়া জ্যাঠা ছেলের মত পণ্ডিত মহাশয়কে জিজ্ঞাসা করিতেছিল,—“পণ্ডিত মহাশয়! ইন্স্পেক্টার মহাশয় কখন্ আসিবেন?
এখনও আসেন না কেন?”
এমন সময় দূরে ‘হুম্ হাম্’ পাল্কীর শব্দ শুনা গেল।—ইন্স্পেক্টার মহাশয় আসিতেছেন।
পণ্ডিত মহাশয় সকলকে চুপ করিতে বলিলেন। সকল ছেলে শিষ্ট শান্ত হইয়া বসিল। কেবল, চারু, আর দুষ্ট ছেলেগুলি, উকি ঝুঁকি মারিতে লাগিল।
৭২
-ছেলেদের উপন্যাস-