দেশের খুকুমণিদের পরম প্ৰিয় এক সঙ্গে খেল,-উৎসব,-ধৰ্ম্ম ও কৰ্ম্ম৷ --ফুল-চন্দন ও ধান-দুৰ্ব্বার পবিত্ৰ আশীৰ্ব্বাদ-- ( প্ৰথম খণ্ড-কুমারী ব্ৰত ) মহাকালী পাঠশালা, বঙ্গের বালিকাবিদ্যালয় এবং বঙ্গগুহে কুমারীদিগকে উপহার দিবার সাৰ্ব্বশ্রেষ্ঠ সামগ্ৰী । অপূর্ব সৌন্দৰ্য্যে বাহির হইয়াছে। ব্ৰতের দেববালিকা বঙ্গগুহে আসিয়াছে।--! সমগ্ৰ বঙ্গদেশের কুমারী ব্ৰতসকল অতি মেহুমধুর কচি কচি সরল ভাষায় লিখিত । সকল অঞ্চলের সহিত মিলাইয়া প্ৰত্যেক বিষয় অতি পরিষ্কার রূপে বুঝাইয়া দেওয়া । ষে সকল বালিকা কেবল পুস্তক পড়িতে শিখিয়াছে, শুধু এই পুস্তক দ্বারাই এমন প্ৰত্যেক বালিকা নিজে নিজে ব্ৰত করিতে পরিবে । প্ৰত্যেক ব্ৰতের খুটিনাটি, সমস্ত আলিপনার চিত্র এবং উৎকৃষ্ট অসংখ্য - ফটোগ্রাফচারি রঙে ছাপা ব্ৰতী-বালিকাগণের মনোহর ছবি এবং বিবিধ মনোরম চিত্রে পরিশোভিত । Kr এই বই বড় অক্ষরে, বিচিত্র রঙে, নূতন ধরণে পরিপাট ছাপা। রাজসংস্করণ ১২ টাকা মাত্ৰ । V প্ৰকাশক- ভট্টাচাৰ্য্য এণ্ড সন। $৫ নং কলেজ ষ্ট্রট, কলিকাতা ।
পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/১২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।