পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-সাহিত্যে সৰ্ব্ব প্ৰথম নূতন গ্ৰন্থছেলেদের রাজ্যে যুগান্তর ছেলেদেৱ ধ্ৰুচারুক্কুকুৰু द्झे (శ్రాg दहे ! সর্বাপেক্ষা মূল্যবান, সর্বাপেক্ষা স্নেহের নির্দোষ উপহার! ছেলেরা এতকাল উপন্যাস লুকাইয়া পড়িয়া গুরুজনের কাছে মা’র খাইয়া আঙ্গিয়াছে ; আজ সাগ্রহে, আনন্দে, পরমোৎফুল্ল চিত্তে, তাহাদের চিত্তবিকাশ ও চরিত্রগঠনের সহায়তা করিতে প্ৰত্যেক পিতা মাতা প্ৰত্যেক ছেলেকে এই উপন্যাস নিজে কিনিয়া দিবেন ! ছেলেদের উপন্যাস ছেলেদের চির-আকাঙ্ক্ষার, চির মনের মত আদর্শ চরিত্রেয় নীতিমালার সহিত কোমল চিত্ত পটে আঁকিয়া দে ওয়া সোণার ছবি,- অভিনব মধুব্ধ প্ৰণালীতে, নূতন ধরণে, মনােন্থর করিয়া, অমৃত ছানিয়া লিখিত। ছেলেদের আনন্দ ! অভিভাবকের আনন্দ ! बांटांग्लiहनgबद्ध अभिक् । ቅ፡ বিস্তুর ছবি ;-রাজসংস্করণ দ৬ মাত্ৰ । প্ৰাপ্তিস্থান- ভট্টাচাৰ্য এণ্ড সন, ৬৫ নং কলেজ ষ্ট্ৰীট, কলিকাতা ।