পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম পরিচ্ছেদ।

রূপনাথপুর,-

কৃষ্ণরায় জমীদার চৌধুরী ঠাকুর।

ঐশ্বর্য্যের তাঁহার সীমা নাই।

 প্রকাণ্ড দীঘি, দীঘির পর বাগান, বাগানের পর উচু দেয়াল, দেয়ালের তিন দিকে তিনটি দেউড়ী; সম্মুখের দেউড়ীর উপরে সিংহ। সিংহ ঘাড় বাঁকাইয়া কেশর ফুলাইয়া দাঁড়াইয়া রহিয়াছে।