এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-চারু-
সেই দেউড়ীর ভিতর দিয়া গেলে আবার সুন্দর বাগান, তাহার পর নাট-মন্দির, আঙ্গিনা, তাহার পর চকমিলান মস্ত চৌ-তলা বাড়ী।
সিপাই বরকন্দাজ দাস দাসী লােক জন রায়ত প্রজায় ধরে না।
দুই ক্রোশ দূরের গ্রাম হইতে বাড়ীর চূড়া দেখা যায়; প্রতি প্রহরে নহবতের বাজনা শােনা যায়; দেবমন্দিরে কাঁসর ঘণ্টার সুর উঠে; দীঘিতে রাজহাঁস সাঁতার কাটে; বাগানে ময়ূরগুলি পেখম খুলিয়া নাচে।
তাঁ’র
একমাত্র পুত্র,-‘চারু’ খোকন্ সােণামণি,
আদরে তাহার পদ ছোঁয় না ধরণী।
-ছেলেদের উপন্যাস-