পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-হারু-

 কেবল, যখন ভােরের বাতাস ঝির্‌ঝির্‌ করিয়া গাছের পাতা নাড়াইয়া দিয়া যায়, ভােরের পাখীর মধুর সুরের সঙ্গে ছােট নদী কুলু কুলু গান গাইয়া উঠে, পাতার ফাঁকে ফাঁকে ঝিকিমিকি বােদ আসিয়া ছােট উঠান টিতে পড়ে, তখন দূরে মাঠের দিকে চাহিয়া পরাণের মন আনন্দে ভরিয়া যায়। পরাণ ডাকে, -“হারু!”

তা’র

একটি মাত্র ছেলে ‘হারু’,
   আর কেহ নাই।
পরাণ যায় হালে; সাথে
   হারু রাখে গাই।

-ছেলেদের উপন্যাস-