এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-চারু-
কত জুতা হারাইয়া যায়; খোকন্ এক জুতা ফেলিয়া দিয়া আর এক জোড়া পরে, সে জুতা ফেলিয়া দিয়া নূপুর পায়ে পরে!
চারিদিকের লোক কত খুসী হইয়া ছুটিয়া আসিয়া হাততালি দিয়া বলে,—“খোকন্ সোণা, খোকন্ সোণা, নাচ তো!”
থোকন্ নাচে।
খোকন্, হাসে, খেলে, নাচে, গায়,
রুনু ঝুনু নূপুর পায়!
দাঁড়ের উপর হীরামণ্, খাঁচার মধ্যে সোণাকাণি ময়না, খোকনের পায়ে নূপুরের বাজনা শুনিয়া বলিতেছিল,—“কুনু খুনু খুনু খুনু!” “খোকন্ কি খা’বে” “জল আন” “কে রে” “রাম রাম বল”; আর খল খল করিয়া হাসিতেছিল।
খোকন্ রুনু ঝুনু করিয়া তাহাদের কাছে ছুটিয়া আসিল, তাহাদিগকে ভেঙ্গ্চাইল, ধমক দিল, আর, হাসিয়া গলিয়া পড়িল।
হাসিয়া খেলিয়া খোকনের দিন যায়।
৬
-ছেলেদের উপন্যাস-