এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-হারু-
হারু বুধীকে কত যত্ন করে, ভাল ভাল ঘাস খাওয়ায়, বুধীর সঙ্গে বাছুরটির কথা, আরও কত কথা বলে!
বাঁশ বনের উপর দিয়া ও কি ডাকিল?-
“বৌ কথা কও” “বৌ কথা কও”
বৌ-কথা-কও পাখী ডাকিতে ডাকিতে উড়িয়া গেল, অমনি হারু তাহার সুরে সুর মিলাইয়া ডাকিল, —“বৌ কথা কও, বৌ কথা কও”।
পাখীর সুরে আর ছোট ছেলের মধুর সুরে নদীর পাড়টি ভরিয়া গেল।
হারু বাপের সঙ্গে সঙ্গে ধানের ঘােট আটিটি মাথায় কবিয়া, বুধীগাইকে আগে আগে নিয়া, সন্ধ্যার আঁধারে বাড়ী আসে।
৮
-ছেলেদের উপন্যাস-