এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
(৫)
সােণামণি খােকন্ চারুর ছ’ বছরে পা পড়িয়াছে। এক দিন, জমীদার-বাড়ীতে খুব ধুম-ধাম।
খােকন্মণির হাতে-খড়ি।
নাটমন্দিরে শানাই, ঢােল, উঠানে জগঝম্প বাজিয়া উঠিল। খাওয়া দাওয়া, উৎসব।
হাতে-খড়ি হইয়া গেলে কয়েক দিন পর, চৌধুরীঠাকুর কৃষ্ণরায়, লােকজন গালপাট্টা-ওয়ালা বরকন্দাজ সঙ্গে, জাঁকাল সাজ পােষাক পরাইয়া দিয়া হীরার পাগড়ী মাথায় জড়াইয়া দিয়া, রূপার মকর-মুখের হাতল নূতন পাল্কীতে চড়াইয়া দিয়া, সােণার দোয়াত কলম হাতে দিয়া, খােকন্ সােণাকে পাঠশালায় পাঠাইলেন।
পাঠশালায় লাল কাপড়ের ঝালর, নীল কাপড়ে মােড়া একটি জলচৌকী, তাহার উপর খােকন্ চারু রাজপুত্রের মত পাঠশালা আলো করিয়া বসিল, আর, লিখিতে গিয়াই—কাঁদিয়া ফেলিল!
অমনি ছুটি! খােকন্ বাড়ী ফিরিয়া আসে।
-ছেলেদের উপন্যাস-