পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-হারু-

 শেষে সে অনেক দিন ভাবিল। ভাবিয়া ঠিক করিল, “আমার তাে কিছু নাই, হারুকে যদি পড়াই, বড় হইলে লিখিয়া পড়িয়া হারু সুখে থাকিবে। আমার যা’ হয় হউক, আহা, হারু যদি লিখিয়া পড়িয়া ভাল হয়!-” ভাবিতেও পরাণের মন আনন্দে ভরিয়া উঠিল। পরাণের চক্ষু জলে ভরিয়া আসিল।

 কিন্তু, কি করিয়া পরাণ হারুর পাঠশালার মাহিয়ানার যােগাড় করিবে?

 এক দিন পরাণ তাহার গরুটি বেচিয়া ফেলিল। গরুটি বেচিয়া,মনের কষ্টে পরাণের দুই বেলা আহার ঘুচিয়া গেল। কিন্তু, পরাণ, সে কষ্ট বুক চাপিয়া সাম্‌লাইয়া লইল।

 গরুটি বেচিয়া, পরাণ, কয়েকটি টাকা পাইল।

 বুধী চলিয়া গেলে হারুর মন বড়ই ছটফট করিতে লাগিল। হারু বাপকে জিজ্ঞাসা করিল, -“বাবা, বুধীকে দিলে কেন? বুধীকে নিয়া গেল কেন? বুধী আর আসে না কেন?”

 হারুর বাবার চক্ষু ছল ছল জলে ভরিয়া উঠে।

 কয়েক দিন গেল। সরস্বতীপূজার দিন হাতেখড়ি দিয়া, তাহার পরে হারুর বাপ হারুকে একদিন পাঠশালায় নিয়া গেল।

১২
-ছেলেদের উপন্যাস-