এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-চারু ও হারু-
(৭)
দিনের পর দিন যায়।
এইরূপে,-
চারু ও হারু দুই জনে এক পাঠশালায় পড়ে।
ক্রমে দিন যাইতে লাগিল।
খোকন্ বাবু চারু পড়ে কি রকম, শুনিবে?-
খোকন্ চারু পাঠশালে যান
ছিঁড়েন দু’ এক পাতা,
পান্তোয়া খান, হাসেন্, আসেন্,
ভৃত্যে ধরে ছাতা।
ইহার বই ছিঁড়িয়া, উহার পাততাড়ি ছুড়িয়া, উহার শ্লেট ভাঙ্গিয়া দিয়া, উহার কলম কাড়িয়া নিয়া, ইহাকে দুই চাপড়, উহাকে দুই আচড়, উহার মুখ ভেঙ্গ্চান, এই সব পড়া করিয়া চারু বাড়ী যায়।
বাড়ীতে পৌঁছিতে না পৌঁছিতে লোক জন ছুটিয়া আসিয়া খোকনের মুখের ঘাম মুছাইয়া, কোলে কাঁধে করিয়া নেয়।
-ছেলেদের উপন্যাস-
১৫