পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-চারু ও হারু-

(৮)

 ঘোষ-বাড়ীর বকুল তলায় যত ছেলের খেলিবার আড্ডা। পাঠশালার সকল ছেলে এইখানে খেলে।

 ননীর পুতল চারু খেলিতে গিয়াও কাহারও সঙ্গে পারে না। একটু দৌড়ালেই যেন কতই হাঁপাইয়া পড়ে; ঘামিয়া তাহার চক্ষু মুখ যেন লাল হইয়া উঠে! ফুর্‌ফুরে’ সোণর কার্ত্তিকটির মত সে সুন্দর; পাছে গায়ে ধূলা লাগে, জামা ময়লা হয়, তাই সকলের পিছনে খেতে, নয় তত খেলা ফেলিয়া পলাইয়া আসে! আর, প্রায়ই মিছামিছি খেলার সাথীদের সঙ্গে ঝগড়া করে, যা’ খুশী তা’ই গালাগালি করে, ভ্রূকুটি করে, রাগিয়া অস্থির হয়।

 এইজন্য চারুকে লইয়া খেলিতে কেহই বড় ভালবাসে না।

 যেমন লেখাপড়ায়, তেমনি খেলায় হারু যত ছোট ছেলের সর্দ্দার। হারু সকলকে লইয়া খেলে। ছুটাছুটি-খেলা, হা-ডু-ডু-ডু-খেলা, কোন খেলাতেই হারুর সঙ্গে কেহ পারে না। যখন খেলে, তখন হারুকে যেন

-ছেলেদের উপন্যাস-
১৯