পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-চারু-

দ্বিতীয় পরিচ্ছেদ।

(১)

 হারুকে সকলে ভালবাসে, পাঠশালায় হারুর কত নাম, পণ্ডিত মহাশয়রা হারুকে কত ভালবাসেন, হারু শ্রেণীতে প্রথম থাকে, পরীক্ষায় প্রথম হয়, হারুর হাতের লেখা সুন্দর, পড়া সুন্দর, খেলাতেও হারুর সঙ্গে কেহ পারে না; হারুর কত গুণ;— এই সব দেখিয়া চারুর আর সেই দুষ্ট ছেলে গুলি— পঞ্চু, ভূতো, মতি, হরিশ, নিবারণের বড়ই হিংসা হইতে লাগিল।