পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
—চারু-

হায়, এই সব ছেলেগুলার মন কি ছােট!

 এমনি ছােট মন সেই সব দুষ্ট ছেলেগুলা, আর, তাহাদের সঙ্গে চারু, কেমন করিয়া হারুর মন্দ করিবে সকলে মিলিয়া তাহাই যুক্তি করিতে লাগিল।

 পঞ্চু বলিল,—“ভাই, কি করিয়া হারুকে জব্দ করি?

 মতি বলিল,—“তা’ই তো, কেমন করিয়া করিবি?”

 নিবারণ বলিল,—“এক দিন হারুকে একা একা পাইলে হয়।”

 কতক্ষণ থাকিয়া, পঞ্চু, আর ভূতাে বলিল,—“দ্যাখ্‌ ভাই, তা’র আগে, একদিন হারুর বই চুরি করিয়া নিব।”

 শুনিয়া চারু, মতি, হরিশ, নিবারণ বড়ই খুসী হইয়া বলিল, “বেশ্‌, ভাই বেশ্‌ হইবে!”

সকলে যুক্তি করিয়া রহিল।

 যাহারা কাহারও মন্দ করিতে যায়, তাহাদেরই মন্দ হয়। হারু বাহিরে গিয়াছে, সেই সময় হারুর বই চুরি করিতে গিয়া পণ্ডিত মহাশয়ের হাতেই —পঞ্চুটা ধরা পড়িল! যেমন দুষ্ট, তেমনি তাহার সাজা! খুব বেত খাইল! বই চুরি করিতে পারিল না!

-ছেলেদের উপন্যাস-
২৫