এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
হারু-
এমন সময় পা টিপিয়া টিপিয়া পিছন হইতে আর একটি ছোট ছেলে চুপি চুপি আসিয়া হারুর চোক চাপিয়া ধরিল।
হারু বলিল,- “রহিম?
-নরু?
-অবিনাশ?”
“ভাই, আগে যার নাম করিয়াছিস্, সেই।” বলিয়া রহিম হারুর চোক ছাড়িয়া দিল।
দুই জনে হাসিতে লাগিল।
তখন দুইজনে গলাগলি ধরিয়া বসিয়া নৌকা দেখিতে লাগিল আর গল্প করিতে লাগিল।
হারু বলিল,—“ভাই, নরু আসিল না কেন? অবিনাশ আসিল না কেন?”
নরু, অবিনাশ, হারু, রহিম, সকলেই একসঙ্গে পড়ে।
রহিম বলিল, - “ভাই, আজ বুঝি তাহারা আসিবে না।”
হারু বলিল,—“চল ভাই, নরুদের বাড়ী যাই। নরুদের বাড়ী হইতে ফুলের গাছ আনিতে হইবে।”
রহিম, হারু, দুইজনে নরুদের বাড়ীতে চলিল।
-ছেলেদের উপন্যাস-
২৯