পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-চারু ও হারু-

(৩)

 হার পরদিন, হারু একা, পাঠশালা ছুটির পর খেলাধূলা করিয়া বাড়ী যাইতে হঠাৎ বিষম একটা হােচট্‌ খাইয়া হারু পড়িয়া গেল। পড়িতেই, হারুর দোয়াত ছিট্‌কাইয়া খানিকটা কালি চারুর জামায় লাগিয়া গিয়াছে।

 তাড়াতাড়ি উঠিয়া, চারুর জামা দেখিয়া হারু বলিল, — “খােকন্‌ বাবু, কি করিলাম!”

 পঞ্চু, হরিশ, নিবারণ, সকলে ছিল। আজ চারু, আর, সকলে, যাে পাইল। চারুর নূতন জামার এই অবস্থা! রাগে চারু ফুলিতেছিল। কি! হারু তাহার জামায় কালি দেয়! পঞ্চু, হরিশ, নিবারণ, সকলে চারুকে আরও উস্‌কাইয়া দিল। চারু, দুই হাতে, জামার কালি দোয়াতের কালি সব হারুর মুখে নাকে গালে দাঁতে গায়ে কাপড়ে ঘসিয়া দিল। “বাঁদর! পাঠশালায় ভাল ছেলে হইয়াছি কিনা, তাই দেমাক হইয়াছে! আমার জামায় কালি দিস্‌, উল্লুক! পাজি!” চারু যাহা মুখে আসিল তাহাই বলিয়া গালি দিতে লাগিল।

৩০
-ছেলেদের উপন্যাস-