এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-চারু ও হারু-
পঞ্চু, নিবারণ বলিল, “জানিস্, খোকন্ বাবুর সঙ্গে বড় বড় বড় কথা বলিস্ না!” সকল দুষ্টছেলে “মিথ্যাবাদী হনুমান্!” “মিথ্যাবাদী হনুমান্!!” বলিয়া হারুর পিছনে পিছনে হাততালি দিতে দিতে চলিল।
হারু দাঁড়াইল। বলিল,—“দেখ, মিথ্যাবাদী মিথ্যাবাদী বলিও না।”
চারু ছুটিয়া আসিল,—“কি করিবি তুই? জানিস্ আমার বাপের ভিটায় থাকিস্, আমার বাবার পাঠশালায় পড়িস্! এখনি তোকে দেখাইতে পারি! পঞ্চু, নিবারণ হরিশ, ধর্ না বাঁদরকে!”
আজ খুব যো পাইয়াছে! নিবারণেরা সকলে মিলিয়া হারুকে ধরিতে ছুটিল।
হারু, চাদর গুটাইয়া দাঁড়াইল। বলিল,—“ধরিবে? এস না, কে ধরিবে এস!”
চারু আর দুষ্ট ছেলেগুলা হারুর মূর্ত্তি দেখিয়া পিছাইয়া গেল-
—চারু বলিল,—“কি!!-” বলিয়াই, বড় এক ঢিল কুড়াইয়া নিয়া জোরে হারুর মাথায় ছুড়িয়া মারিল। হারু অমনি সিংহের মত লাফাইয়া চারুকে ধরিতে গেল।
৩২
-ছেলেদের উপন্যাস-