এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-চারু-
(8)
চারু, দুষ্ট ছেলেদের সঙ্গে খুব স্ফুর্ত্তি করিয়া তাহার পরে বাড়ী গেল। বাড়ী গিয়া চাকরদের কাছে, মাসীমাদের কাছে, পিসীমাদের কাছে খুব বড়াই করিতে লাগিল,—“হারু আমার জামায় কালি দিয়াছিল, আমি তাহাকে খুব করিয়া মারিয়া দিয়া আসিয়াছি!”
কৃষ্ণরায় সে কথা শুনিলেন। বলিলেন,—“বেশ্ করিয়াছিস্, ও জামা কাপড় ছাড়িয়া ফেল্।” চাকরকে ডাকিয়া বলিলেন,—“ধন্নু! খোকার নূতন জামা কাপড় দে। আহাম্মক বেটা, খোকাকে যেখানে সেখানে নিয়া যাস্, আর হাঁটাইয়া নিয়া যাস্ বুঝি? গাধা! ঠেলা-গাড়িগুলা রহিয়াছে কাহার জন্য?—কা’ল থেকে ঐ নূতন ঠেলাগাড়ীটায় করিয়া নিয়া যা’স্। আর দ্যাখ্, যে দিন রৌদ্র টৌদ্র বেসি থাকে সে দিন পাঠশালায় গিয়া দরকার নাই।”
-হারু-
হারুকে নিয়া হারুর বাপ বাড়ী আসিয়াছে। হারু ফোঁপাইতেছিল। ঢিলে তাহার মাথার খানিকটা জায়গা
৩৪
-ছেলেদের উপন্যাস-