এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-চারু ও হারু-
(৫)
খোকন্ বাবু চারু এখন আরও ভাল ভাল নূতন পোষাক পরিয়া, নূতন ঠেলা-গাড়ীতে করিয়া, দেমাকে, আহ্লাদে, নানা ভঙ্গীতে ফুলিতে ফুলিতে পাঠশালায় যায়।
হারু, পাঠশালায় গিয়া আপন মনে লেখে, পড়ে, চারুকে দেখিলে মাথা নোয়াইয়া নমস্কার দেয়।
ইহাতে চারু দুষ্টছেলেদের কাছে বড়াই করে, -“দেখিলি! হারুকে কেমন আক্কেল দিয়াছি।”
মূর্খ চারু মনে করে, বুঝি হারু তাহারই ভয়ে নমস্কার করে।
চারু আরও গর্ব্বে ফোলে।
দুষ্ট ছেলেগুলাও ভারি খুসী। বলিতে লাগিল,— “কেমন! হারুর সে দিন কেমন সাজা হইয়াছিল! কেমন সং সাজিয়াছিল!”
অন্যায় করিয়া হারুকে মারিয়া আজ তাহাই লইয়া ঠাট্টা করে, নিজেরা যে চুরি করিতে গিয়া কালি-মাখামুখে সং সাজিয়াছিল দুষ্টগুলা দু’দিনেই তাহা ভুলিয়া গিয়াছে!
হায়! উহাদের কি লজ্জা আছে?
৩৬
-ছেলেদের উপন্যাস-