এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-হারু ও চারু-
হারুর মন সুখে ভরিয়া উঠিল। হারু মন দিয়া পড়িতে লাগিল।
তাই বলিয়া কি হারুর আর সব কাজে অযত্ন? তাহা নয়। তাহার খেলা, বাড়ীর আর আর কাজ কর্ম্ম, সে সবও হারু করে। আর, মন-প্রাণ দিয়া পড়ে।
হারু যেটুকু পড়ে তাহা হারুর মনের মধ্যে গাঁথা থাকে।
হারুর মনের উৎসাহ তাহার সুন্দর মুখখানিতে ফুটিয়া উঠিল। হারুকে যেন আরও সুন্দর দেখাইতে লাগিল।
রহিম, নরু, অবিনাশ, ইহারাও খুব পড়িতে লাগিল। হারুর সঙ্গে তাহাদের খুব ভাব। হারুকে পড়িতে দেখে, তাহারা কি না পড়িয়া পারে? কেবল, সেই যে দুষ্টগুলি,—পঞ্চু, হরিশ, মতি, নিবারণ, ভূতো, সেগুলির পরীক্ষার নামে গায়ে জ্বর আসিল। পণ্ডিত মহাশয় যখন বলেন,—“ওরে, পরীক্ষার বৎসর, পড়্, পড়্।” তখন তাহারা চমকিয়া উঠে! বাড়ীতে বাপ খুড়ারা সকলে বলেন,—“এবার যদি পরীক্ষায়
৩৮
-ছেলেদের উপন্যাস-