পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-হারু ও চারু-

দিয়াছেন! আর এই দ্যাখ তিনটা ঝকঝকে’ সোণার মোহর!!” ঘাড় বাঁকাইয়া বুক ফুলাইয়া চারু মোহরগুলি বাহির করিল,—“এই দ্যাখ্‌।”

  সকল ছেলে মোহর দেখিয়া, অবাক!

 হারু দেখিয়া বলিল,—“খোকন্‌বাবু, এইগুলি মোহর?—সোণার টাকা!”

 “হাঁ। মোহর কখনও দেখিয়াছিস্? কোণের ব্যাঙ্‌ সারাদিন ঘ্যাঙর্‌ ঘ্যাঙর্‌ করিয়া কেবল পড়িতেই পারিস। মোহর কখনও পাইবি?” বলিয়া চারু হো হো করিয়া হাসিয়া উঠিল।

 হারু মোহর দেখিয়া আশ্চর্য্য হইয়া গেল।

 চারু বোজ মোহর জামার পকেটে করিয়া নিয়া আসে, ঝন্ ঝন্ করিয়া বাজায়, সকলকে দেখায়, হার দোলাইয়া, আংটি ঘুরাইয়া ঘুরাইয়া বেড়ায়। তখন যে, তাহার মুখের ভঙ্গী!

  এইগুলি তাহার পরীক্ষার পড়া!

 পণ্ডিত মহাশয় চারুকে পড়িতে বলিলে, চারু বই দিয়া মুখ ঢাকিয়া হাসে!

৪০
-ছেলেদের উপন্যাস-