পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-চারু-

সুন্দর দেখা যাইতেছে। কত রকমের পাখী, ফল খাইতেছে, গান গাইতেছে; তাহাদের মধুর স্বরে বাগান খানি ভরিয়া যাইতেছে।

 সেই খানে গিয়া মূর্খ চারু আর দুষ্টগুলি মিলিয়া ফুল ছিঁড়ে, গাছের ডাল পালা ভাঙ্গে, পাখীর ছানা পাড়ে, প্রজাপতিগুলিকে ধরিয়া নানা সাজা করে, লাল নীল মাছগুলিকে তুলিয়া, মারে; ময়ূরের পুচ্ছ টানিয়া ছিঁড়িয়া দেয়; ঢিল ছোড়ে, পাখী মারে, দালানে কবুতরের বাসা, -কবুতরের বাসা ভাঙ্গিয়া ডিম নিয়া যায়, ছানা-কবুতরগুলিকে ধরিয়া ডানা মোচ্‌ড়াইয়া দিয়া তামাসা দেখে।

 হাঁসগুলিকে ধরিয়া তাহাদের পালক ছিঁড়িয়া নেয়। কলম বানাইবে। কি বুদ্ধিমান্! ওগুলিতে কি কলম হয়? শুধু শুধু উহাদিগকে কষ্ট দেয়।

 পাখীর ছানাগুলি আনিয়া তাহাদের ডানায় দড়ি বাঁধিয়া টানিয়া নেয়, কোনটার পায়ে সূতা বাঁধিয়া উড়াইয়া দিয়া মজা দেখে। উহারা চিঁ চিঁ করিয়া জকিয়া ডাকিয়া আর যখন পারে না, মরিয়া যাইবার মতন হয়, তখন সেগুলিকে দিয়া কুকুর দিয়া খাওয়ায়!

৪৬
-ছেলেদের উপন্যাস-