পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-হারু-

পাড়া-পড়শীর চিঠিপত্র লিখিতে হইলে,— হারু। হারু, কি সুন্দর করিয়া তাঁহাদের চিঠিপত্র লিখিয়া দেয়!

 সন্ধ্যাবেলা হারুর বাপ বাড়ী আসে, হারু, বাপের কাছে বসিয়া কত ভাল ভাল কথা, কত ভাল ভাল উপদেশ শুনে। হারুর বাপ চক্ষের জলে ভাসিয়া কত কথা বলে।—কত সুখের কথা, কত দুঃখের কথা, কত উপদেশের কথা।

 হারুর বাপ বলে,—“হারু, দ্যাখ্‌, আমাদের আর কেহ নাই; আমাদের ভগবান্ আছেন! ভগবান্ দয়া করিলে, তুই ভাল হইলে, আমাদের আর কোনই দুঃখ থাকিবে না। তোকে যে, হারু, লেখা পড়া শিখিতে দিতে পারিয়াছি, সে কেবল ভগবানের দয়ায়। দ্যাখ্‌ বাবা, ভগবানের কত দয়া!-ভগবান্ আমাদিগকে সৃষ্টি করিয়াছেন, আমাদের জন্য অন্ন দিয়াছেন। পশু পক্ষী, কীট পতঙ্গ ইহাদের জন্য আহার দিয়াছেন। গাছ, লতা, পাতা, তৃণটুক, পিঁপ্‌ড়াটি, যা’ কিছু দেখিতেছিস্‌, হারু, সব তাঁহার সৃষ্টি। হারু, সকল সময় তাঁহাকে ভক্তি করিস্‌।

৫০
-ছেলেদের উপন্যাস-