পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-হারু-

সকালে সন্ধ্যায় ভগবান্‌কে প্রণাম করিতে ভুলিস্ না।”

 এসব শুনিয়া হারুর মনের মধ্যে কেমনি যেন সুন্দর লাগে! হারু, সকালে সন্ধ্যায় ভগবানকে প্রণাম করে। ভগবানকে প্রণাম করিয়া, পড়িতে বসে।

 একদিন পাঠশালা হইতে আসিয়া হারু গাছগুলিতে জল দিতেছিল, রহিম আর অবিনাশ সেদিন হারুর ওখানে আসিয়াছে। হারুকে গাছে জল দিতে দেখিয়া রহিম আর অবিনাশেরও গাছে জল দিতে ইচ্ছা করিতে লাগিল। তাহার আর থাকিতে পারিল না, কলসী তুলিয়া নিয়া তাহারাও জল দিতে লাগিল।

 তাহাদের বড়ই ভাল লাগিতে লাগিল। রহিম বলিল,—“হারু, ভাই, আমিও বাড়ীতে এই রকম বাগান করিব।”

 হারু বলিল,—“আচ্ছ।”

 অবিনাশ বলিল,—“আমিও করিব।”

 এমন সময় গাছের উপর হইতে চিঁ চিঁ করিয়া একটা পাখীর ছানা হারুর সম্মুখে মাটিতে

-ছেলেদের উপন্যাস-
৫১