পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-হারু-

পড়িল। ছানাটির ডানায় তখনো ভাল করিয়া পালক উঠে নাই, মাটিতে পড়িয়া ছানাটি কাঁপিতেছে, ডানার পাশ দিয়া রক্ত পড়িতেছে। বোধ চীলে ছোঁ দিয়া নিয়াছিল।

 দেখিয়া হারুর কি যে কষ্ট হইল তাহা বলিবার নয়। আহা, কি করিয়া ছানাটিকে বাঁচাইবে! হারু ছানাটিকে তুলিয়া লইল।

 রহিম, অবিনাশ ছুটিয়া আসিল

  —“কি ভাই! কি?

   —দেখি, দেখি।”

 পথের পাশে কাঁটালগাছের উপর চিঁচি মিঁচি করিয়া ছানার মা বাপ এ ভাল হইতে ও ডালে ও ডাল হইতে এ ডালে লাফাইয়া পড়িতেছিল। রহিম বলিল,—“দ্যাখ্‌ ভাই, বোধ হয় এই শালিকের ছানা।” হারু বলিল,— “ভাই, দ্যাখ্‌ পণ্ডিত মহাশয় যে বলিয়াছেন, পশু পাখীদেরও আমাদেরই বাপমার মই ছেলের মমতা, তা’ তো সত্যি! আয় ভাই ছানাটিকে আমরা বাসায় তুলিয়া দিয়া আসি।”

 হারু গিয়া ছানাটিকে বাসায় তুলিয়া দিয়া আসিল।

৫২
-ছেলেদের উপন্যাস-