এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-হারু-
সে দিন সন্ধ্যার সময় হারুর বাপ বাড়ী আসিয়া দেখে, গাছে একটি লাউ নাই। বলিল,—“হারু, লাউ কি হইল?”
হারু চুপ করিয়া রহিল। তাহার বুকের মধ্যে দুরু দুরু করিতেছিল।
তাহার পর হারু, ছল ছল চক্ষে তাহার বাপের মুখের দিকে চাহিয়া আস্তে আস্তে সকল কথা বলিল।
শুনিয়া হারুর বাবা, হারুকে বুকের মধ্যে টানিয়া নিয়া, তাহার মাথায় চুম খাইলেন।
সে রাত্রে হারু কত সুখে ঘুমাইল!
এইরূপে যত আশীর্ব্বাদ দিনে দিনে হারুর জন্য ফুলের মত হইয়া ফুটিয়া উঠিতে লাগিল।
৫৬
-ছেলেদের উপন্যাস-