পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-হারু-

 সেদিন হারু নদীর পাড়ে বসিয়া ছিল। মনে পড়িতেছিল, তাহার আপন হাতে লাগান ফুলগাছের ছােট ছােট ফুলগুলি, সেগুলিও তাে ভগবানের সৃষ্টি; এই নদী, এই বাতাস, এই আকাশ, এও তো ভগবানের সৃষ্টি। এই পৃথিবী, পৃথিবীর যত মানুষ, পশু, পক্ষী; পুস্তকে যে পড়িয়াছে কত পাহাড়, পর্বত, সমুদ্র; এই সবই ভগবানের সৃষ্টি। চন্দ্র, সূর্য্য, নক্ষত্র, সব ভগবানের সৃষ্টি।

 —আর? আর, হারুর বাপ, হারু, তাহারাও ভগবানের সৃষ্টি! হারুর মনের মধ্যে কেমন এক আনন্দ হইতে লাগিল।


 হারু যে -
  রামায়ণে পড়িয়াছে,—

 তুমি বিশ্বপতি  অগতির গতি,
  তব সৃষ্টি বিশ্ব চরাচর।
 তুমি জল স্থল,  অনিল অনল,
  তৃণ লতা ভূধর সাগর॥

৬৪
-ছেলেদের উপন্যাস-