পাতা:চিকিৎসাসার.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br X তাহাতে মধু মিশ্ৰিত করিয়া ঐ ওজনে এক পানেতে প্রত্যহ দুই সন্ধ্যাতে দুই পান খাইবে। অন্য উপায় । - দোবারা মদ . . . . . . . . ৷০ পেশয়া লঙ্কণমরিচের গুড়া . . . . . . ২০ মাষা ङ्क्रि કે এই তিন দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া এক কিম্বা দুই দিবস পর্য্যন্ত রাখিবে, পরে সেই মদিরাকে ছাকিয়া লইয়া প্রত্যহ রাত্রে শয়নকালীন অৰ্দ্ধ ছটাক ওজনে খাইবে । অন্য উপায় । আফিম .. • • • • • • • • • • ১ মাষা গোলমরিচ . . . . . . . . . . ২ ঐ এই তিন দ্রব্যকে একত্র চুর্ণ করিয়া ১৬ ষোলট বটিকা করিয়া আরাম হওন পৰ্য্যন্ত প্রত্যহ জুই সন্ধ্যাতে দুইটার হিসাবে খাইবে । আর যদি স্যাৎ ঐ সরদি সমিষ্ট অধিক ভেদ হয়, কিম্বা পেট কামড়ায়, তবে এই উপায় করিলে ভাল হইবে। শ্বাসকাসির বিবরণ। চিহ্ন । কাসি হয়, নিশ্বাস চলিবার সময়ে গলা সাই ২